মিরাবাজার বিরতি পাম্পে ফের অ‌গ্নিকান্ড

নিজস্ব প্রতিবেদক


মে ১৭, ২০২৪
০৫:১৭ পূর্বাহ্ন


আপডেট : মে ১৭, ২০২৪
০৫:১৭ পূর্বাহ্ন



মিরাবাজার বিরতি পাম্পে ফের অ‌গ্নিকান্ড


সিলেট নগরের মিরাবাজার দাদা পীর মাজার সংলগ্ন বিরতি ফিলিং স্টেশনে ফের অ‌গ্নিকা‌ন্ডের ঘটনা ঘ‌টে‌ছে। পা‌ম্পে অগ্নিকান্ডে দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যুর ঘটনার সাড়ে ৮ মাসের মাথায় ফের অ‌গ্নিকা‌ন্ডের ঘটনা ঘটল।

বৃহস্পতিবার (১৬ মে) রাত ১২টার দিকে ফিলিং স্টেশনটিতে ফের অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় কেউ আহত হয়েছে কি-না তা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে বিরতি ফিলিং স্টেশনে বিকট শব্দে আগুনের সূত্রপাত ঘটে। কয়েক মুহুর্তের মধ্যে আগুন পাম্পে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে  সিলেট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে গত বছরের ৫ সেপ্টেম্বর বিরতি ফিলিং স্টেশনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে পথচারী ও ফিলিং স্টেশনের ৯ জন দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।


এএফ/০১