সিলেট প্রেসক্লাবের সাবেক সম্পাদক রেনুর পিতার মৃত্যু, জানাজা শনিবার

নিজস্ব প্রতিবেদক


মে ১৮, ২০২৪
০৪:৪১ পূর্বাহ্ন


আপডেট : মে ১৮, ২০২৪
০৪:৪৩ পূর্বাহ্ন



সিলেট প্রেসক্লাবের সাবেক সম্পাদক রেনুর পিতার মৃত্যু, জানাজা শনিবার


সিলেট প্রেসক্লাবের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর-এর নিজস্ব প্রতিবেদক ও দৈনিক সিলেট মিরর-এর সাবেক ক্রীড়া সম্পাদক আব্দুর রশিদ রেনু এবং ছড়াশিল্পী বশির আহমদ জুয়েলের পিতা মোহাম্মদ আব্দুল হান্নান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শুক্রবার রাত ১০টার দিকে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

জানা যায়, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি নগরের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন গত বৃহস্পতিবার। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় গতকাল শুক্রবার রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

আজ শনিবার বাদ জোহর নগরের নয়াসড়ক জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে মানিকপীর (রহ.) কবরস্থানে দাফন করা হবে। 

ব্যক্তিগত জীবনে পাঁচ ছেলে ও এক মেয়ে সন্তানের জনক মরহুম মোহাম্মদ আব্দুল হান্নান গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মনতলা গ্রামে। তিনি উপজেলার শ্রীপুরের সাবেক জনপ্রতিনিধি। এছাড়াও শ্রীপুর বাজার মসজিদ, শিবরাম মসজিদ, তরঙ্গের মাজারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কোষাধ্যক্ষ ও মোতাওয়াল্লির দায়িত্ব পালন করেছেন। তিনি নিয়মিত তাবলীগ জামাত ও বিশ্ব ইজতেমায় গ্রুপ লিডারের দায়িত্ব পালন করেন। এলাকায় একজন সাব্যস্ত মানুষ হিসাবে তাঁর সুনাম ছিল। স্থানীয় জনতা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসাবেও তিনি অবদান রাখেন।

বিভিন্ন মহলের শোক :সিলেট প্রেসক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক, যুগান্তরের স্টাফ রিপোর্টার আব্দুর রশিদ মো. রেনু ও ছড়াকার বশির আহমদ জুয়েলের পিতা আব্দুল হান্নানের (৮৪) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। 

এক যুক্ত শোকবার্তায় সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দীন খান এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 

সিলেট প্রেসক্লাবের শোক : সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশীদ মো. রেনুর পিতা আব্দুল হান্নানের (৬০) মৃত্যুতে সিলেট প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এক যুক্ত শোক বার্তায় প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

সিলেট মিরর পরিবারের শোক : সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক  ও  দৈনিক সিলেট মিরর-এর সাবেক ক্রীড়া সম্পাদক আব্দুর রশীদ মো. রেনুর পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছে সিলেট মিরর পরিবার। এক শোকবার্তায় দৈনিক সিলেট মিরর সম্পাদক আহমেদ নূর, প্রকাশক ফয়সল আহমদ চৌধুরী ও নির্বাহী সম্পাদক জিয়াউস শামস শাহীন মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 


এএফ/০১