সাংবাদিক রেনুর পিতার মৃত্যুতে সিসিক মেয়রের শোক

সিলেট মিরর ডেস্ক


মে ১৮, ২০২৪
০৫:০১ পূর্বাহ্ন


আপডেট : মে ১৮, ২০২৪
০৯:৩৫ অপরাহ্ন



সাংবাদিক রেনুর পিতার মৃত্যুতে সিসিক মেয়রের শোক


সিলেট প্রেসক্লাবের সদ্য সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তর-এর নিজস্ব প্রতিবেদক সাংবাদিক আব্দুর রশিদ রেনু ও ছড়াকার বশির আহমদ জুয়েলের  পিতা আব্দুল হান্নানের (৮৪) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

শুক্রবার (১৭ মে) রাতে এক শোক বার্তায় মেয়র মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

শুক্রবার (১৭ মে) রাত ১০টার দিকে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হান্নান মৃত্যুবরণ করেন। তিনি ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক রেনুর পিতা মরহুম আব্দুল হান্নান ছিলেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুরের সাবেক জনপ্রতিনিধি। 

মরহুমের জানাজার নামাজ আজ শনিবার (১৮ মে) বাদ জোহর নগরের নয়াসড়ক জামে মসজিদে অনুষ্ঠিত হবে।




এএফ/০২