গোয়াইনঘাটে বজ্রপাতে তরুণ নিহত

নিজস্ব প্রতিবেদক


মে ১৮, ২০২৪
০৭:১২ পূর্বাহ্ন


আপডেট : মে ১৮, ২০২৪
০৭:১২ পূর্বাহ্ন



গোয়াইনঘাটে বজ্রপাতে তরুণ নিহত


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বজ্রপাতে খালেদ আহমেদ (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। 

শুক্রবার (১৭ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ডৌবাড়ী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত খালেদ উপজেলার কুতুবনগর গ্রামের মৃত ইসমাইল আলীর ছেলে। তিনি বাজারে একটি টেইলার্স পরিচালনা করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন। 

তিনি বলেন, ‘ব্যবসার কাজ শেষে রাতে বাড়ি ফেরার পথে জাইবলের পাশের রাস্তায় বজ্রপাতে নিহত হন খালেদ।’  


এএফ/০৩