সিলেটে কমরেড হায়দার আকবর রনোর শোকসভা আজ

সিলেট মিরর ডেস্ক


মে ১৮, ২০২৪
০৯:০১ পূর্বাহ্ন


আপডেট : মে ১৮, ২০২৪
০৯:০১ পূর্বাহ্ন



সিলেটে কমরেড হায়দার আকবর রনোর শোকসভা আজ


বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামন্ডলীর সদস্য, বাম আন্দোলনের অন্যতম দিকপাল, বীর মুক্তিযোদ্ধা কমরেড হায়দার আকবর খান রনোকে শোকে, শ্রদ্ধায় আজ স্মরণ করবেন সিলেটের মানুষ।

আজ শনিবার (১৮ মে) বিকাল চারটায় নগরের দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে স্মরণ সভার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটি এই শোকসভার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের প্রেসিডিয়াম মেম্বার কমরেড শাহীন রহমান।

কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেনের সভাপত্বি অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড খন্দকার লুৎফুর রহমান। 

মার্কসবাদী তাত্ত্বিক ও লেখক হায়দার আকবর খান রনো বাষট্টির শিক্ষা আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ মানুষের মুক্ত সমাজ তথা সমাজতান্ত্রিক সমাজ বিনির্মাণের গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। 


এএফ/০২