সিলেট মিরর ডেস্ক
মে ১৮, ২০২৪
১০:৪২ অপরাহ্ন
আপডেট : মে ১৮, ২০২৪
১০:৪২ অপরাহ্ন
সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট এর উদ্যোগে দেশব্যাপী দাবি পক্ষের কর্মসূচির অংশ হিসেবে সিলেটে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৮মে) দুপুর ২টায় টুকেরবাজারে এ কর্মসূচি পালিত হয়।
সিলেট জেলা সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট এর সংগঠক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও নুরুল ইসলাম সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট এর স্থানীয় সংগঠক সুমন আহমদ, আবদুল্লাহ পারভেজ, আনোয়ার হোসেন কুটি,রিদয় ইসলাম,কলমদর আলী, আরফান মিয়া, মকবুল হোসেন,বিরাম উদ্দিন, প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে মোট জনসংখ্যার ৮০-৮৫ ভাগ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। জিডিপিতে ১১.২০ শতাংশ অবদান কৃষি খাতের। তারপরও সরকারের চরম অবহেলার শিকার কৃষি খাত।
বক্তারা, সবজি চাষের এলাকায় প্রত্যেক ইউনিয়নে ১টি করে সবজি সংরক্ষণাগার নির্মাণ ও ধান-গম-আলু সংরক্ষণের জন্য পর্যাপ্ত খাদ্য গুদাম-কোল্ডস্টোরেজ নির্মাণ করা, কৃষি ফসলের লাভজনক দাম নিশ্চিত করা,আর্মি রেটে রেশনের আহ্বান জানান
বক্তারা কৃষি -কৃষক-ক্ষেতমজুর বাঁচাতে জাতীয় বাজেটের ৪০ শতাংশ কৃষিখাতে বরাদ্দের আহ্বান জানান।