জৈন্তাপুর প্রতিনিধি
মে ২৪, ২০২৪
০৭:০৭ অপরাহ্ন
আপডেট : মে ২৪, ২০২৪
০৭:০৭ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫১০ বোতল ফেনসিডিলসহ শাহানা বেগম উরফে কাঞ্চন বেগম (৩৮) নামে নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বৃহস্পতিবার (২৩ মে) রাত ১১টার দিকে ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের কদমখাল বিরাইমারা সড়কে অভিযান চালিয়ে তাকে আট করা হয়।
শাহানা বেগম কেন্দ্রী হাওড় গ্রামের সুলেমান মিয়ার স্ত্রী ও কালা মিয়ার মেয়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) শাহিদ মিয়া, মুহিবুর রহমান, সহকারী উপ পরিদর্শক (এএসআই) দিপক চন্দ্র সূত্রধরসহ সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান পরিচালনা করে দুটি বস্তা ভর্তি ফেনসিডিল উদ্ধার করে ও শাহানা বেগমকে আটক করে। পুলিশ জানায় আটক করা ফেন্সিড্রিলগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ ১২ হাজার টাকা।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ আল আমিন জানান, পুলিশ বাদী হয়ে শাহানা সহ চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ ৩৬(১) সারনীর ১৪(গ)৪১ তে মামলা দায়ের করা হয়েছে। আটক শাহানা ওরফে কাঞ্চনকে শুক্রবার সকালে বিজ্ঞআদালতে সোপর্দ করা হয়।
আরকেএস-০১/এএফ-০১