২৪ ঘন্টার মধ্যে ফের সিলেটে সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক


মে ২৪, ২০২৪
০৭:১৬ অপরাহ্ন


আপডেট : মে ২৪, ২০২৪
০৭:৪৩ অপরাহ্ন



২৪ ঘন্টার মধ্যে ফের সিলেটে সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড


ক্রমেই উষ্ণ থেকে উষ্ণতর হচ্ছে সিলেটের আবহাওয়া। গত ১৬ মে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হওয়ার পর গতকাল বৃহস্পতিবার সেটি ভেঙে মৌসুমের তাপমাত্রা হয়েছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘন্টা পেরুতে না পেরুতে সে আজ রেকর্ডও ভঙ্গ হয়েছে।

আজ শুক্রবার (২৪ মে) বেলা ৩টায় আবহাওয়া অধিদপ্তর রেকর্ড অনুযায়ী তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে এখন পর্যন্ত সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা। 

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন। তিনি বলেন, ‘সন্ধ্যা ছয়টার রেকর্ডে যদি তাপমাত্রা আর না বাড়ে তাহলে ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসই চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।’

এ সংক্রান্ত পূর্বের সংবাদ-

মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা আজ সিলেটে

গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার রেকর্ড অনুযায়ী সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত ১৬ মে সিলেটে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ডি করা হয়েছিল। 


 

এএফ/০২