সিলেট মিরর ডেস্ক
মে ২৪, ২০২৪
০৮:৪৯ অপরাহ্ন
আপডেট : মে ২৫, ২০২৪
১১:১৬ অপরাহ্ন
আট বছরের রাফিয়া জান্নাত মাইশা ও ছয় বছরের রাইসা সেজেগুজে দাদার সঙ্গে ঘুরতে বের হয়েছিল। বাড়ি থেকে অল্প দূরত্বে রাস্তায় উঠতেই দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মাইশার, আহত হয় বোন রাইসা।
আজ শুক্রবার (২৪ মে) সকাল নয়টার দিকে সিলেটের মোগলাবাজারের থানার সুলতানপুর সড়কের সিলাম তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাইশা সিলাম ইউনিয়নের তেলিপাড়া গ্রামের মো. রিপন মিয়ার মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোগলাবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) তোফায়েল আহমদ বলেন, শুক্রবার সকালে মাইশা তার দাদার সাথে বাড়ির সামনের রাস্তায় বের হয়। এসময় সিলেট-সুলতানপুর সড়কে সিলেটগামী একটি সিএনজিচালিত অটোরিকশা দ্রুত গতিতে এসে শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাইশার মৃত্যু হয়। আহত হয় রাইসা।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
এএফ/০৫