সিসিকের হোল্ডিং ট্যাক্স বাতিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক


মে ২৫, ২০২৪
০৩:৪৭ পূর্বাহ্ন


আপডেট : মে ২৫, ২০২৪
০৪:২০ পূর্বাহ্ন



সিসিকের হোল্ডিং ট্যাক্স বাতিল ঘোষণা
নতুন করে ৪২ ওয়ার্ডে এসিসমেন্ট


নগরবাসীর দাবিকে আমলে নিয়ে সিলেট সিটি করপোরেশনের নতুন করে আরোপ করা হোল্ডিং ট্যাক্স বাতিল ঘোষণা করেছেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

আজ শুক্রবার (২৪ মে) রাত নয়টার দিকে নগরের জেলা পরিষদ মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

এসময় সিসিকের কাউন্সিলর বৃন্দ, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলীসহ সিসিকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।


এ সংক্রান্ত পুরো ভিডিওর লিংক-


সংবাদ সম্মেলনে মেয়র আনোয়ারুজ্জামান বলেন, ‘আমরা জনগণের প্রতিনিধি, প্রতিপক্ষ নই। আমরা পরিষদের সভায় বসে সবাই একমত হয়েছি- যেহেতু এসিসমেন্ট নিয়ে মানুষের প্রশ্ন, যেহেতু মানুষের প্রশ্ন তাদের কর বেড়ে গিয়েছে। আমরা তাদের এই কথাকে আমলে নিয়ে নগরবাসীর সেবক হিসেবে সবাই মিলে সিদ্ধান্তে উপনিত হয়েছি-আমরা এটিকে (হোল্ডিং ট্যাক্স) বন্ধ রাখব।’

পুরনো ২৭ ওয়ার্ডের জন্য এই হোল্ডিং ট্যাক্স আরোপ করা হলেও সেটি বাতিল করে ৪২টি ওয়ার্ডের এসিসমেন্ট শুরু হবে জানিয়ে তিনি বলেন, ‘এটি বন্ধ রেখে সিসিকের ৪২টি ওয়ার্ডে এসিসমেন্ট করা হবে।’ তিনি আরো বলেন, ‘এক্ষেত্রে আমরা ৪২টি ওয়ার্ডের কাউন্সিরদের নিয়ে বসে, তাদের এলাকার মানুষের সঙ্গে কথা বলে, জনগণের প্রত্যাশার সঙ্গে মিল রেখে ৪২টি ওয়ার্ডে এসিসমেন্ট করব। ফুল এসিসমেন্ট করে এটা নিয়ে এগিয়ে যাব।’ নতুন এসিসমেন্ট শুরুর আগে অংশীদারজনদের সঙ্গে বসবেন বলেও তিনি জানান।




এএফ/০৬