সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্যের পথে মেয়র আনোয়ারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক


মে ২৫, ২০২৪
১০:২৪ অপরাহ্ন


আপডেট : মে ২৫, ২০২৪
১১:১৭ অপরাহ্ন



সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্যের পথে মেয়র আনোয়ারুজ্জামান


সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্য গেছেন।

আজ শনিবার (২৫ মে) সকাল ৯টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তিনি যুক্তরাজ্যের পথে রওয়ানা হন।

বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কার।

এর আগে গতকাল শুক্রবার রাতে সিসিকের হোল্ডিং ট্যাক্স নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে মেয়র যুক্তরাজ্য সফরের বিষয়টি সংবাদ মাধ্যমকে জানান।

এসময় তিনি বলেন, ‘পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে আমি যুক্তরাজ্য যাচ্ছি। এ সময়ে দায়িত্ব পালন করবেন প্যানেল মেয়র মখলিসুর রহমান কামরান।’

এর আগে জরুরি সংবাদ সম্মেলনে মেয়র আনোয়ারুজ্জামান নগরবাসীর দাবিকে আমলে নিয়ে আলোচিত হোল্ডিং ট্যাক্স বাতিল ঘোষণা করেন। এসময় তিনি বলেন, ‘ ‘আমরা জনগণের প্রতিনিধি, প্রতিপক্ষ নই। এই অ্যাসেসমেন্ট নিয়ে মানুষের প্রশ্ন আছে, তাদের কর বেড়ে গেছে। আমরা তাদের কথাকে আমলে নিয়ে নগরবাসীর সেবক হিসেবে সিসিকের পরিষদের সভায় বসে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, আমরা এটিকে (হোল্ডিং ট্যাক্স) বন্ধ রাখব।’


এএফ/০৪