নিজস্ব প্রতিবেদক
মে ২৬, ২০২৪
০৫:৪৬ পূর্বাহ্ন
আপডেট : মে ২৬, ২০২৪
০৭:৫৭ অপরাহ্ন
সিলেট সিটি করপোরেশন কর্তৃক নতুন করে আরোপিত হোল্ডিং ট্যাক্স বাতিল করায় আন্দোলন কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে সিলেটের নাগরিকবৃন্দ নামের সংগঠন।
শনিবার (২৫ মে) বেলা চারটায় নগরের কাজিটুলায় সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন সংগঠনের আহ্বায়ক ও সিলেট জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদউল্লাহ শহীদুল ইসলাম।
শুরুতে তিনি আন্দোলন শুরুর প্রেক্ষাপট এবং আন্দোলনের ধারাবাহিকতা তুলে ধরেন লিখিত বক্তব্যে।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ‘অসহনীয় করারোপের বিরুদ্ধে চলমান আন্দোলনের এই পর্যায়ে শুক্রবার সিটি করপোরেশনের জরুরি বিশেষ সভায় হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির উল্লেখিত সিদ্ধান্ত বাতিল ঘোষণা করা হয়। আমরা মনে করি বিতর্কিত সিদ্ধান্ত বাতিল ঘোষণার মধ্য দিয়ে নগরবাসীর আন্দোলনের বিজয় সূচিত হয়েছে।’ এর কৃতিত্ব নগরবাসীর উল্লেখ করে তিনি বলেন, ‘এ কৃতিত্ব আন্দোলনে অংশগ্রহণকারী নগরবাসী-জনগণের। আমরা তাদের সকলকে জানাই সংগ্রামী অভিনন্দন।’
জনগণের দাবি মেনে নেওয়ায় সিসিক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘বিলম্বে হলেও নগরবাসীর প্রাণের দাবিকে উপলব্ধি করতে সক্ষম হওয়ায় সিসিকের মেয়র, কাউন্সিলরবৃন্দ ও সংশ্লিষ্ট সকলকে আন্দোলনকারী জনসাধারণের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।’ তারা কর ধার্যে স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানিয়ে বলেন, ‘আগামীতে অ্যাসেসমেন্ট, রি-অ্যাসেসমেন্ট ইত্যাদি কর ধার্যের প্রক্রিয়া যাতে স্বচ্ছ-দুর্নীতিমুক্ত হয়, অংশীজনদের মতামত গ্রহণ করা হয় এবং কর বৃদ্ধির হার যাতে সহনীয়-যৌক্তিক হয়, সেই ব্যাপারে সজাগ-সচেতন থাকার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।’
পরে হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে আগামী ২৮ মে ডাকা কর্মসূচি স্থগিত ঘোষণা করেন তিনি।