ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদানের দাবিতে সংগ্রাম পরিষদের স্মরকলিপি

সিলেট মিরর ডেস্ক


মে ২৭, ২০২৪
১০:৪১ অপরাহ্ন


আপডেট : মে ২৭, ২০২৪
১১:১৬ অপরাহ্ন



ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদানের দাবিতে সংগ্রাম পরিষদের স্মরকলিপি


বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স দেওয়ার দাবিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে রিকশা-ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখা।

আজ সোমবার (২৭ মে) দুপুর ১২টায় বৈরি আবহাওয়া উপেক্ষা করে নগরের আম্বরখানায় দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন শত শত শ্রমিক। পরে দুর্যোগপূর্ণ আবহাওয়াকে সঙ্গী করে তারা সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসনের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় বরাবর স্মারকলিপি প্রদান করেন। 

এসময় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে রিকশা-ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি প্রণব জ্যোতি পালের সভাপতিত্বে  বক্তব্য দেন সংগ্রাম পরিষদের উপদেষ্টা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট আহ্বায়ক আবু জাফর।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদের সহ-সভাপতি , ইয়াছিন আহমদ, , এরশাদ মিয়া, হারুন মিয়া আনোয়ার মিয়া, সাধারণ সম্পাদক বেলাল হোসেন,সহ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী, বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্যে মিন্টু যাদব,জুয়েল আহমদ,অভি ইসলাম,একলাছ মিয়া,নিজাম উদ্দিন,ধিনাজ আহমদ, আকবর আলি, ইসমাইল হোসেন, ফখরুল ইসলাম, আনিছুল ইসলাম, রাশেদুল, হান্নান আহমদ কবির, খাইরুল ইসলাম, আব্দুল্লাহ,বাচ্চু, শহিদ,জাহের উদ্দিন, শহীদ মিয়া,প্রমূখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘দীর্ঘদিন থেকে সংগ্রাম পরিষদ ব্যাটারিচালিত যানবাহনের নীতিমালা প্রণয়ন করে লাইসেন্স প্রদানের জন্য আন্দোলন করে আসছি। আন্দোলনের ধারাবাহিকতায় সরকার একটি খসড়া নীতিমালা প্রণয়ন করলেও এখন পর্যন্ত তা কার্যকর করেনি।

বক্তারা অবিলম্বে সংগ্রাম পরিষদের সংশোধনী প্রস্তাব গ্রহণ করে ‘প্রস্তাবিত থ্রী হুইলার ও সমজাতীয় মোটরযানের স্ষ্ঠুু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমাল-২০২১’-এর দ্রুত চুড়ান্ত ও কার্যকর করা এবং এর আলোকে ব্যাটারিচালিত যানবাহনের দ্রুত নিবন্ধন, রুট পারমিট এবং লাইসেন্স প্রদান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বক্তারা সাম্প্রতিক সময়ে ঢাকায় ব্যাটারিচালিত যানবাহন শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনার পর ব্যাটারি চালিত যানবাহনের হয়রানি - উচ্ছেদের গঠন হবে অনভিপ্রেত।দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে বিআরটিএ কতৃক লাইসেন্স প্রদানের আগ পর্যন্ত ব্যাটারি চালিত যানবাহনের হয়রানি-উচ্ছেদ বন্ধ, রেকার বিল পূর্বের মতো ৫০০ টাকা করার আহ্বান জানান ।

স্মারকলিপিতে বিআরটিএ কর্তৃক ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স, রুট পারমিট সহ সাত দফা দাবি উল্লেখ করা হয়।


এএফ/০১