সিলেট অতিক্রম করছে স্থল নিম্নচাপ

নিজস্ব প্রতিবেদক


মে ২৮, ২০২৪
০৭:৩৫ অপরাহ্ন


আপডেট : মে ২৮, ২০২৪
০৭:৪০ অপরাহ্ন



সিলেট অতিক্রম করছে স্থল নিম্নচাপ


উপকূলে তাণ্ডব চালানো ঘূর্ণিঝড় রিমাল এখন দেশের উত্তরপূর্বাঞ্চল সিলেট অতিক্রম করছে। তবে ক্রমশ তা দুর্বল হয়ে পড়ছে। ফলে সিলেটে ঝড়ো বৃষ্টি ও থেমে থেমে প্রচণ্ড ধমকা হাওয়া বইছে।

এ অবস্থায় সারাদেশে হালকা থেকে ভারী বৃষ্টির আভাস থাকলেও দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ মঙ্গলবার (২৮ মে) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাবাসে এমনটা বলা হয়েছে। 

সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আজ সকাল ৬ টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘন্টায় সিলেটে ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন।


এএফ/০৩