সিলেটসহ ৫ অঞ্চলে ঝড়ের আভাস

সিলেট মিরর ডেস্ক


মে ২৮, ২০২৪
১০:৩৪ অপরাহ্ন


আপডেট : মে ২৮, ২০২৪
১০:৩৪ অপরাহ্ন



সিলেটসহ ৫ অঞ্চলে ঝড়ের আভাস

সিলেটসহ ৫ অঞ্চলে ঝড়ের আভাস


ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কাটতে না কাটতেই মঙ্গলবার (২৮ মে) দিবাগত রাত ১টার মধ্যে সিলেটসহ দেশের পাঁচ আঞ্চলে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া আধিদপ্তর।

রাষ্ট্রীয় সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার দিবাগত রাত ১টার মধ্যে সিলেট , কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার আঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঘণ্টায় যার সর্বোচ্চ গতিবেগ  ৬০ কিলোমিটার হতে পারে। এ সময় এসব অঞ্চলে ঝোড়ো বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

মঙ্গলবার বিকেল ৩টায় দেশের অভ্যন্তরে নদীবন্দর সমূহের জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।  

জিসি / ০৫