প্রতিনিধি কোম্পানীগঞ্জ
মে ২৯, ২০২৪
০২:৪৩ পূর্বাহ্ন
আপডেট : মে ২৯, ২০২৪
০২:৪৩ পূর্বাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের ধলাই নদীতে পাথর আনতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ তরুণ জুবেল আহমদের (২০) সন্ধান মেলেনি। নিখোঁজ জুবেল কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম পাড়ুয়া বদিকোনা গ্রামের সামছুল ইসলামের পুত্র।
সোমবার (২৭ মে) রাতে ধলাই নদীর সীমান্তবর্তী সাদা পাথর এলাকায় নিহত জুবেল ও সহযোগীরা যথারীতি পাথর আনতে সাদাপাথর এলাকায় যায়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাত ১২টার দিকে প্রবল ঢেউয়ে পাথর বোঝাই নৌকাটি ডুবে যায়। এ সময় সহযোগীরা তীরে উঠতে সক্ষম হলেও প্রবল স্রোতে জুবেল আহমদ তলিয়ে যায়। অনেক খোঁজাখুজি করে তার সহযোগীরা তার সন্ধান পায়নি।
আজ মঙ্গলবার (২৮ মে) রাত ১০টা পর্যন্ত ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা অনেক খোঁজাখুজি করেও জুবালের সন্ধান পায়নি।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনজিত কুমার চন্দ জানান, ঘটনার খবর পাওয়ার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে নিখোঁজ যুবককে রাত ১০টা পর্যন্ত অনেক খুঁজাখুঁজি করে সন্ধান মেলেনি। সকালে আবার ডুবুরিরা উদ্ধারের কাজ করবে। তিনি আরও জানান এই ঘটনার পর ধলাই নদী এলাকায় অভিযান চালিয়ে কিছু পাথর জব্দ করা হয়েছে। পাথর চুরির ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হবে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদীতে যুবক নিখোঁজের খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালাই। কি কারণে এত রাতে জুবেল নদীতে গিয়েছিল বিষয়টি তদন্ত করা হচ্ছে আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এএফ/০৬