নিজস্ব প্রতিবেদক
মে ৩০, ২০২৪
০১:০০ পূর্বাহ্ন
আপডেট : মে ৩০, ২০২৪
০১:০০ পূর্বাহ্ন
সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম পল্লব।
আজ বুধবার (২৯ মে) সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করেন।
উপজেলার ৮৯ কেন্দ্রভিত্তিক ফলাফলে আবুল কাশেম পল্লব হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ২০ হাজার ১৯৩ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শালিক পাখি প্রতীকের গৌছ উদ্দিন পেয়েছেন ১৮ হাজার ৫৬০ ভোট।
এছাড়া মোটর সাইকেল প্রতীকের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল পেয়েছেন ১৬ হাজার ১১ ভোট, এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান টেলিফোন প্রতীকে পেয়েছেন ৪৯৫৭ ভোট।
উপজেলায় চেয়ারম্যান পদে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এএফ/০৯