ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
মে ৩০, ২০২৪
০৫:৪৯ পূর্বাহ্ন
আপডেট : মে ৩০, ২০২৪
০৬:২২ পূর্বাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী আশফাকুল ইসলাম সাব্বির ১২হাজার ১৯৭ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
বুধবার (২৯ মে) সারাদিন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণেনা শেষে রাত আটটার দিকে ফলাফল ঘোষণা করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্ত ফারজানা প্রিয়াংকা।
ঘোষিত ফলাফল অনুযায়ী, চেয়ারম্যান পদে বিজয়ী সাব্বিরের নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ পিরিচ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পান ১১ হাজার ৭৭৭ ভোট। অন্য প্রতিদ্বন্দ্বীর মধ্যে মোটরসাইকেল প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত টুটুল ৬ হাজার ৪৩৪ ভোট, ঘোড়া প্রতীকে মো জাহিরুল ইসলাম মুরাদ ১ হাজার ৮৭৪ ভোট, দোয়াত কলম প্রতীকের প্রার্থী সিলেট জেলা বঙ্গবন্ধু আইবজীবী পরিষদের সদস্য অ্যাডভোকেট রাজিয়া সুলতানা ডলি পান ২৭৮ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মো জাহাঙ্গীর আলম। তিনি পান ১৪ হাজার ৮৩১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও টিউব ওয়েল প্রতীকের প্রার্থী পান ৪ হাজার ৯৭১ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীক নিয়ে ১৮ হাজার ৬৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ডালিয়া বেগম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী কলস প্রতীকের মোহিনী বেগম পান ৭ হাজার ৮৬৭ ভোট।
এএফ/০১