নিজস্ব প্রতিবেদক
মে ৩১, ২০২৪
০৬:২৯ অপরাহ্ন
আপডেট : মে ৩১, ২০২৪
০৯:২৩ অপরাহ্ন
সিলেটের বন্যাকবলিত গোয়াইনঘাট উপজেলায় বাড়ি ফেরার পথে নৌকার ইঞ্জিনে ওড়না আটকে শামসুন্নাহার (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১১টায় উপজেলার কুরিখলা গ্রামের পাশে এ ঘটনা ঘটে।
নিহত শামসুন্নাহার উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নন্দিরগাঁও গ্রামের আরিফ উল্লাহর স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শামসুন্নাহার গত বুধবার নিজের মেয়েকে দেখতে উপজেলার ইটাচকি গ্রামে যান। বন্যার কারণে উপজেলার সড়কপথ অনেক স্থানে যান চলাচলে বিঘ্ন হওয়ায় আজ সকালে নৌকাযোগে নিজ বাড়িতে ফিরছিলেন শামসুন্নাহার। এ সময় নৌকার ইঞ্জিনে দুর্ঘটনাবশত ওড়না প্যাঁচ লেগে গলা কাটা পড়ে তাঁর। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম বলেন, ওই নারীর মৃত্যুর খবর পেয়ে তাঁরা তাৎক্ষণিক খোঁজ নিয়েছেন। এটা অপমৃত্যুর ঘটনা; বন্যাজনিত দুর্ঘটনা নয়।
ঘুর্ণিঝড় রিমালের প্রভাবে ভারি বর্ষণের পর থেকে টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সিলেটের ১৩ উপজেলার ৭টি উপজেলাই কমবেশি বন্যা কবলিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন ৫ লাখ ৩৩ হাজার ২০২ জন মানুষ। আক্রান্ত হয়েছে ৭ উপজেলার ৪২টি ইউনিয়ন। এতে পানিবন্দি হয়ে পড়েছেন ২ লাখ ৪৫ হাজার ৭৫০ জন মানুষ। বন্যা মোকাবেলায় এ পর্যন্ত আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে ৫৪৭টি। এরই মধ্যে আশ্রয় কেন্দ্রে উঠেছেন ৪ হাজার ৮০২ জন।
এএফ/০২