নিজস্ব প্রতিবেদক
মে ৩১, ২০২৪
০৮:০৭ অপরাহ্ন
আপডেট : মে ৩১, ২০২৪
০৮:৫৭ অপরাহ্ন
টানা বৃষ্টিতে সিলেট নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। নগরের যতরপুর এলাকায় আজ শুক্রবার বেলা সোয়া তিনটার চিত্র। ছবি- গৌতম চৌধুরী
টানা বৃষ্টিপাতে সিলেট নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। নগরের একাধিক স্থানে ঘরবাড়িতে পানি ঢুকে ভোগান্তিতে পড়েছেন মানুষ।
আজ শুক্রবার (৩১ মে) সিলেট নগরের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বেলা সোয়া তিনটার দিকে নগরের সোবহানীঘাট এলাকায় গিয়ে দেখা গেছে বিভিন্ন সড়ক পানিতে ডুবে আছে। কোথাও হাঁটু পানি কোথাও গোড়ালি পর্যন্ত ডুবেছে পানিতে। বিভিন্ন বাসাবাড়িতে পানি প্রবেশ করে পানিবন্দি হয়েছেন অসংখ্য মানুষ।
গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে নগরের তালতলা, মেন্দিবাগ, মাছিমপুরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে সড়কে পানি উঠতে শুরু করে। সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ও জলমগ্ন হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র অন্যত্র সরিয়ে নেন।
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান সিলেট মিরর-কে বলেন, ‘সুরমা নদীতে পানি বাড়ায় নগরের পারি ড্রেন, খাল, ছড়া হয়ে নদীতে নামতে পারছে না। উল্টো নদীর পানি ডুকছে নগরে। তবে আজকে বৃষ্টি না হওয়ায় দ্রুত উন্নতি হবে বলে আশা করছি।’
এর আগে সিলেটে বন্যা পরিস্থিতি দেখা দেয়ায় বৃহস্পতিবার জরুরি সভা করেছে সিলেট সিটি করপোরেশন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় নগরভবনের সভাকক্ষে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিসিকের ভারপ্রাপ্ত মেয়র মো. মখলিছুর রহমান কামরান। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সভায় সকল প্রকার জরুরি সেবা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় জনস্বার্থে সিলেট সিটি কর্পোরেশনের বিদ্যুৎ, পানি, স্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনা শাখার সকল কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়।
ইতোমধ্যে প্রাথমিকভাবে ৩টন চিড়া, ৩টন মুড়ি, গুড়, খাবার পানি, পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট এবং ওরস্যালাইন ক্রয় করেছে সিসিক।
এএফ/০৪