গোয়াইনঘাটে বন্যার্তদের মধ্যে ২ হাজার প্যাকেট খাবার বিতরণ

সিলেট মিরর ডেস্ক


জুন ০১, ২০২৪
০৭:২৫ পূর্বাহ্ন


আপডেট : জুন ০১, ২০২৪
০৭:২৮ পূর্বাহ্ন



গোয়াইনঘাটে বন্যার্তদের মধ্যে ২ হাজার প্যাকেট খাবার বিতরণ

উপজেলার বন্যাকবলিতদের মধ্যে ত্রাণ বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।


সিলেটের বন্যাকবলিত গোয়াইনঘাট উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে ২ হাজার প্যাকেট শুকনো খাবার ও ২০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে এসব ত্রাণ উপজেলা প্রশাসনের সহায়তায় বিতরণ করা হয়। 

শুক্রবার (৩১ মে) সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার ১৩ ইউনিয়নে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুকনো খাবারের প্রতিটি প্যাকেটে ছিল দুই কেজি চিড়া, আধা কেজি গুড়। পাশাপাশি প্রতি প্যাকেটে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ থেকে ১০টি করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রদান করা হয়। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের তত্ত্বাবধানে ত্রাণ কার্যক্রমে অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি,  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জামাল খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ,  উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার আবদুল হক, জেলা পরিষদ সদস্য সুভাষ দাস, উপজেলা ভলান্টিয়ার টিমের সমন্বয়ক রাসেল প্রমুখ।

ত্রাণ বিতরণের বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম। 


(লেঙ্গুড়া, ডৌবাড়ি ও সদর ইউনিয়নে পরিচালিত ত্রাণ কার্যক্রমের ভিডিও ও ছবি নীচে)