জলবন্দি জকিগঞ্জে ভোটার উপস্থিতি কম

জকিগঞ্জ সংবাদদাতা


জুন ০৫, ২০২৪
০৫:৪৩ অপরাহ্ন


আপডেট : জুন ০৫, ২০২৪
০৭:৪১ অপরাহ্ন



জলবন্দি জকিগঞ্জে ভোটার উপস্থিতি কম


বন্যার পানির সঙ্গে লড়াইয়ের মধ্যে জকিগঞ্জ উপজেলার মানুষ আজ নেতৃত্ব নির্বাচনে ভোট দিচ্ছেন।

আজ বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৭৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।  

সকাল থেকে সরেজমিন বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটার উপস্থিতি তুলনামূলক কম। ভোট কেন্দ্রগুলো প্রায় ফাঁকা। কয়েকজন করে ভোটার আসছেন এবং লাইনে দাঁড়াতে হচ্ছে না বলে দ্রুতই ভোট দিতে পারছেন। কোনো কেন্দ্রেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়নি। ভোটকেন্দ্রগুলোতে পুরুষের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি একেবারের কম দেখা গেছে। 

ভোটার উপস্থিতি কম প্রসঙ্গে কয়েকটি কেন্দ্রের প্রিসাইটিং কর্মকর্তারা জানান, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে ভোটারদের উপস্থিত আশানুরূপ হচ্ছে না। আবহাওয়ার উন্নতি দেখা যাচ্ছে; তাই কিছুক্ষণ পরে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে তারা আশা ব্যক্ত করেন। 

উল্লেখ্য, জকিগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে মোট ভোটার ১ লাখ ৯১ হাজার ৫১৩ জন। এরমধ্যে পুরুষ ৯৯ হাজার ২২৫ জন এবং নারী ভোটার ৯২ হাজার ২৮৮ জন। 

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ জানান, নির্বাচনী এলাকায় ৮০০ পুলিশ ও প্রায় ১৬শ আনসার সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন।


এএএম-০১/এএফ-০৩