নিজস্ব প্রতিবেদক
জুন ০৫, ২০২৪
০৬:১১ অপরাহ্ন
আপডেট : জুন ০৫, ২০২৪
০৭:২৯ অপরাহ্ন
সিলেট পয়েন্টে সুরমা নদীর পানি আরো কমেছে। ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি গতকালের তুলনায় ১৯ সেন্টিমিটার বেড়েছে।
আজ বুধবার (৫ মে) দুপুর ১২টার রেকর্ড অনুযায়ী নদীর পানি বিপৎসমীর মাইনাস ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে সব এলাকায়ই জলাবদ্ধতা কমেছে। অনেক এলাকায় পানি পুরোপুরি নেমে গেছে।
পানি উন্নয়ন বোর্ড সিলেট সূত্রে জানা গেছে, আজ সিলেট পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কানাইঘাট পয়েন্টে একই নদীর পানি কমে বিপৎসীমার ৫১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর পানি জকিগঞ্জের অমলসিদে কমে বিপৎসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে এবং ফেঞ্চুগঞ্জে বেড়ে বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় সুরমা নদীর পানি বিপৎসীমার মাইনাস ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। একই সময়ে কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। একইভাবে কুশিয়ারা নদীর পানি জকিগঞ্জের অমলসিদ পয়েন্টে বিপৎসীমার ২৪ সেন্টিমিটার উপর দিয়ে এবং ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।