নিজস্ব প্রতিবেদক
জুন ০৬, ২০২৪
০২:৪৮ পূর্বাহ্ন
আপডেট : জুন ০৬, ২০২৪
০৩:৫৪ পূর্বাহ্ন
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জকিগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদে আবারও বিজয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান লোকমান আহমদ চৌধুরী।
আজ বুধবার (৫ জুন) সারাদিন ভোট শেষে রাতে ঘোষিত ফলাফলে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
নির্বাচনে দোয়াত কলম প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান আহমদ পান ৩০ হাজার ৭৬৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ পিরিচ প্রতীকের প্রার্থী ও জমিয়ত নেতা মাওলানা বিলাল আহমদ ইমরান পান ২২ হাজার ২১৬টি ভোট।
জকিগঞ্জ উপজেলায় মোট ভোটার ১ লাখ ৯১ হাজার ৫১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৯ হাজার ২২৫ জন ও মহিলা ভোটার ৯২ হাজার ২৮৮ জন। কানাইঘাটে মোট ৭৭ টি কেন্দ্রের ৪৭০টি কক্ষে ভোটারা ভোট প্রদান করেন।
বন্যা পরিস্থিতি বিবেচনায় জকিগঞ্জের ৫টি ও কানাইঘাটের ৪টি কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। এই দুই উপজেলায় বন্য পরিস্থির অবনতির কারণে ভোটগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।
এএফ/০৭