জকিগঞ্জ সংবাদদাতা
জুন ০৬, ২০২৪
০৩:৫৩ পূর্বাহ্ন
আপডেট : জুন ০৬, ২০২৪
০৮:২৬ অপরাহ্ন
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে জকিগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাত ১১টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন বাহুবল উপজেলা সহকারি রিটার্নিং অফিসার আফসানা তাসলীম।
বেসরকারি ফলাফলে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লোকমান উদ্দিন চৌধুরী দোয়াত কলম প্রতীকে ৩০ হাজার ৬৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়ত নেতা বিলাল আহমদ ইমরান পেয়েছেন কাপ পিরিচে ২২২০৮ ভোট, মর্তুজা চৌধুরী আনারস প্রতীকে পেয়েছেন ১৭৯০ ভোট, মো. আব্দুশ শুক্কুর মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৪১৮৮ ভোট।
অপরদিকে ভাইস-চেয়ারম্যান পদে মাওলানা আব্দুস সবুর (চশমা) প্রতীকে ১৯ হাজার ৯১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল ইসলাম (সোহেল) (তালা) ১৪ হাজার ৯৩৭ ভোট, আজমল হোসেন (মাইক) প্রতীকে ১৩ হাজার ৬৭৭ ভোট। ফারুক লস্কর (টিউবওয়েল) প্রতীকে ৯ হাজার ৩৭২ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল মার্কায় বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন সুলতানা আক্তার। তিনি পেয়েছেন ৩০ হাজার ৪৭৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কলস মার্কার প্রতিনিধি মাজেদা রৌশন (শ্যামলী) পেয়েছেন ২৬ হাজার ৭০৭ ভোট।
এএফ/০৮