মুসলিম প্রার্থীদের সংখ্যা কমেছে, ৭৮ প্রার্থীর কারা জিতলেন এবার?

সিলেট মিরর ডেস্ক


জুন ০৬, ২০২৪
০১:০৯ অপরাহ্ন


আপডেট : জুন ০৬, ২০২৪
০৫:১৬ অপরাহ্ন



মুসলিম প্রার্থীদের সংখ্যা কমেছে, ৭৮ প্রার্থীর কারা জিতলেন এবার?
লোকসভা নির্বাচন


ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনে হ্রাস পেয়েছে মুসলিম প্রার্থীদের অংশগ্রহণ। গত নির্বাচনে যেখানে ১১৫ জন প্রার্থী হয়েছিলেন সেখানে এবার ৭৮ জনে। তবে শতাংশের বিচারে এবার জয়ের হার বেশি। গতবার যেখানে জিতেছিলেন ২৬ জন সেখানে এবার কম সংখ্যক প্রার্থী হয়ে জিতেছেন ২৪ জন। এবার সবচেয়ে বেশি মুসলিম প্রার্থী জিতেছেন কংগ্রেস থেকে।

জানা গেছে, কংগ্রেস থেকে সাতজন মুসলিম নেতা জয়ী হয়েছেন। আর পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস থেকে জয়ী হয়েছেন ৫ জন। এ ছাড়া সমাজবাদী দল থেকে জয়ী হয়েছেন ৪ জন। অন্যরা অন্যান্য দল থেকে জয়ী হয়েছেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মুসলিম প্রার্থী ১১৫ জন থাকলেও এবার সংখ্যাটি উল্লেখযোগ্যভাবে কমেছে।

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা ভোটে জয়ী মুসলিম প্রার্থীর সংখ্যা ছিল ২৬।

মুসলিম প্রার্থীদের জয়ের তালিকায় তৃণমূলের ইউসুফ পাঠান, ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’দলের প্রধান আসাদউদ্দিন ওয়েইসি, সমাজবাদী পার্টি (এসপি)-এর যুবনেত্রী ইকরা চৌধর এবং উত্তরপ্রদেশের মৃত সাবেক বিধায়ক মুখতার আনসারির দাদা আফজল উল্লেখযোগ্য। 

ক্রিকেটার ইউসুফ বহরমপুর লোকসভায় ৫ বারের সংসদ সদস্য অধীর চৌধুরীকে হারিয়েছেন। তেলঙ্গানার হায়দরাবাদে ওয়েইসি বিজেপির মাধবী লতাকে হারিয়েছেন।

উত্তরপ্রদেশের কৈরানায় জয় পাওয়া ২৯ বছরের ইকরা হারিয়েছেন বিজেপির প্রদীপ কুমারকে। গাজিপুরে এসপি প্রার্থী আফজল ব্যাপক ভোটে বিজেপি প্রার্থীকে হারিয়েছেন।

উত্তরপ্রদেশের সহারনপুরে জিতেছেন প্রভাবশালী কংগ্রেস নেতা ইমরান মাসুদ। জম্মু ও কাশ্মীরের দুই সাবেক মুখ্যমন্ত্রী লোকসভা ভোটে জয় লাভ করতে পারেননি। বারামুলায় ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লাকে হারিয়েছেন নির্দলীয় প্রার্থী ও সাবেক বিধায়ক ইঞ্জিনিয়ার রশিদ।

এদিকে অনন্তনাগ-রাজৌরিতে পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতিকে হারিয়েছেন ওমরের দলের নেতা মিঞা আলতাফ। এ ছাড়া আসামের ধুবড়ি আসনে জিতেছেন সাবেক মন্ত্রী রাকিবুল হোসেন। বিহারে জিতেছে কাটিহারে প্রবীণ নেতা তারিখ আনোয়ার। এবার বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ লাদাখে জয়ী হয়েছেন শিয়া মুসলিম জনগোষ্ঠীর নেতা মহম্মদ হানিফা জান।

গত মঙ্গলবার ভারতের ৫৪৩ লোকসভা আসনের চূড়ান্ত ফল অনুযায়ী ২৪০টি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। ৯৯টি আসনে জয় পেয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে একটি দল বা জোটের ২৭২টি আসন প্রয়োজন। প্রাপ্ত ফলাফলে কোনো দলই এককভাবে সরকার গঠনের সুযোগ পাচ্ছে না।

 তবে ঘোষিত ফল অনুযায়ী জোটগতভাবে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ)  মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ২৯৩টি। অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মোট আসন সংখ্যা ২৩৩টি।


এএফ/০২