সাবিল হ ত্যা চার ঘন্টার মাথায় খু নি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক


জুন ০৭, ২০২৪
১২:০৫ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৭, ২০২৪
১২:১১ পূর্বাহ্ন



সাবিল হ ত্যা চার ঘন্টার মাথায় খু নি গ্রেপ্তার


সিলেট নগরের হযরত মানিকপীর (র.) কবরস্থানে এলাকায় হত্যাকাণ্ডের শিকার আবুল হাসান সাবিলের (২৬) হত্যাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার ঘটনার চার ঘন্টার মাথায় তাকে গ্রেপ্তার করা হলো। টাকা দিতে অপরাগতা জানানোর কারণে সাবিলকে হত্যা করে তার সহকর্মী শাহীন (১৮) নামে এক কিশোর। 

আজ বৃহস্পতিবার (৬ জুন) বিকালে নগরের ইলেকট্রিক সাপ্লাই এলাকা থেকে শাহীনকে আটক করা হয়। শাহীন কাজীটুলা এলাকার বাসীন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ।

এ সংক্রান্ত পূর্বের সংবাদ-

সিলেটের মানিকপীর টিলায় তরুণ খু ন

তিনি জানান, পাঠাও কুরিয়ারে কাজ করা আবুল হাসান সাবিলের সঙ্গে মাঝে মধ্যে ডেলিভারিতে সাহায্য করত শাহীন। আজ সাবিলের কাছে টাকা চাইলে টাকা দিতে অস্বীকৃতি জানায় সাবিল। এতে ক্ষুব্ধ হয়ে ছুরিকাঘাতে তাকে হত্যা করে সেখান থেকে পালিয়ে যায় শাহীন। 

নিহত আবুল হাসান সাবিল সিলেটের জকিগঞ্জ উপজেলার আব্দুল হান্নান শিমুলের ছেলে। সাবিল মহানগরের সাপ্লাই এলাকায় বসবাস করতেন।

এর আগে, হযরত মানিকপীর (রহ.) কবরস্থানের থেকে সাবিলের মরদেহ উদ্ধার করা হয়। তার মরদেহের পাশে পাঠাও কুরিয়ারের কিছু সামগ্রী, কুরিয়ার কাজে ব্যবহার করা বাইসাইকেল ও তার মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহার করা ছুরা উদ্ধার করা হয়।


এএফ/০৮