বিএনপি নেতা আশফাক ও উজ্জ্বলের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণে নিন্দা ফয়সল চৌধুরীর

সিলেট মিরর ডেস্ক


জুন ০৭, ২০২৪
০৪:১৭ পূর্বাহ্ন


আপডেট : জুন ০৭, ২০২৪
০৪:২৫ পূর্বাহ্ন



বিএনপি নেতা আশফাক ও উজ্জ্বলের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণে নিন্দা ফয়সল চৌধুরীর


গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল ও গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আশফাক আহমদ চৌধুরী আদালতে আত্মসমর্পণ করলে আদালত জামিন আবেদন নাকচ করে কারাগারে প্রেরণ করার নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন সিলেট-৬ আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদসদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী।  

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারের প্রেরণের ঘটনাকে দুঃখজন এবং অবিচার আখ্যা দিয়ে এ ঘটনার নিন্দা ও ক্ষোভ জানান। 

প্রসঙ্গত,  গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল ও গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আশফাক আহমদ চৌধুরী উচ্চ আদালতে ছয় সপ্তাহের জামিন শেষে সিলেট দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে জামিন না মঞ্জুর করে জেল হাজতেন প্রেরণের নির্দেশ দেন।


এএফ/০১