সৌদি আরবে ঈদুল আজহা ১৬ জুন

সিলেট মিরর ডেস্ক


জুন ০৬, ২০২৪
০৭:২৭ অপরাহ্ন


আপডেট : জুন ০৬, ২০২৪
০৭:২৭ অপরাহ্ন



সৌদি আরবে ঈদুল আজহা ১৬ জুন


সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ১৬ জুন। বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে এ সিদ্ধান্ত দেন।

গালফ নিউজের খবরে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে শুক্রবার এ মাসের প্রথম দিন। আর আগামী ১০ জিলহজ ১৬ জুন দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।

এদিকে ওমানে চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে শনিবার শুরু হবে জিলহজ মাস। সে হিসেবে ১৭ জুন দেশটিতে উদযাপিত হবে ঈদুল আজহা।

অন্যদিকে বাংলাদেশে ঈদুল আজহা কবে হবে তা জানা যাবে শুক্রবার। ঈদের তারিখ নির্ধারণ ও জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করতে শুক্রবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে।

 


এএফ/০২