সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ২৪, ২০২৫
০৮:৩৮ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২৪, ২০২৫
০৮:৪১ অপরাহ্ন
বর্ণিল আয়োজনে সিলেটের সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইইউবি) স্প্রিং ২০২৬ সেশনের তিন দিনব্যাপী ভর্তি মেলার উদ্বোধন হয়েছে।
আজ সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় নগরের শেখঘাটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও উপাচার্য অধ্যাপক, প্রকৌশলী ড. মোহাম্মদ ইকবাল কেক কেটে বর্ণাঢ্য এ আয়োজনের শুভ উদ্বোধন করেন।
![]()
এনইইউবি এডমিশন ফেয়ার কমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক মোহাম্মদ শামসুল কবিরের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন- হিউমিনিটিজ অ্যান্ড সোস্যাল সাইন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. রনজিত কুমার দে, ব্যবসায় অনুষদের ডিন ও ব্যবসায় প্রশাসনের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক রেবেকা সুলতানা চৌধুরী, ন্যাচারাল সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও সিএসই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. আরিফ আহমদ, ইংরেজি বিভাগের অধ্যাপক মো. হারুনুর রশীদ, ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. লিয়াকত আলী শাহ ফরিদী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূর জাহান কাকলী, আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদ উন-নবী রূপক, ডেভেলাপমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মোছা. সুইটি খাতুন, ছাত্রকল্যাণ উপদেষ্টা সহযোগী অধ্যাপক রথীন্দ্র চন্দ্র গোপ, পরিচালক (অর্থ) অশোক রঞ্জন চৌধুরী, গ্রন্থাগারিক জিলুন্নাাহার চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
![]()
উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, ‘দেশের উত্তর-পূর্বাঞ্চলের উচ্চ শিক্ষার প্রসারে নর্থ ইস্ট ইউনিভার্সিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই বিশ্ববিদ্যালয়ের উত্তীর্ণ শিক্ষার্থীরা মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে দেশে-বিদেশে সুনামের সঙ্গে মর্যাদাপূর্ণ অবস্থানে রয়েছেন।’
তিনি বলেন, ‘কর্মসংস্থানমুখী অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর নতুন নতুন বিষয় আগামীতে এই বিশ্ববিদ্যালয়ে খোলা হবে।’ তিনি এনইইউবি’র অর্জিত সুনাম অক্ষুন্ন রাখার পাশাপাশি উদ্ভাবনী ও গবেষণা কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।
নর্থ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল বলেন, বর্তমানে অ্যাডু র্যাঙ্কিং-২০২৫ এর তথ্য অনুযায়ী সিলেট বিভাগের সকল পাবলিক/প্রাইভেট ইউনিভার্সিটি মিলে আমাদের নর্থ ইস্ট ইউনিভার্সিটি র্যাংকিং এ চতুর্থ এবং প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে। আগামীতে যুগোপযোগী প্রযুক্তিনির্ভর নতুন নতুন প্রোগ্রাম চালু হওয়ার মধ্য দিয়ে নর্থ ইস্ট ইউনিভার্সিটির মান জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরোও উন্নীত হবে।’
তিনি বলেন, ‘মধ্যবিত্ত অভিভাবকদের আর্থিক সক্ষমতা বিবেচনা করে এই এডমিশন ফেয়ারে শিক্ষার্থীদের বিশেষ আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা এডমিশন ফেয়ারে প্রদত্ত এই সুবিধা গ্রহণ করে নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হতে আগ্রহী হবেন।’
এর আগে সকাল ১০টা থেকে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর শেখঘাটস্থ ক্যাম্পাস ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে। ভর্তি মেলায় বিভিন্ন বিভাগের প্রধানগণ ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দকে স্বাগত জানান এবং নিজ নিজ বিভাগ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন।
নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে অনার্স কোর্সে বিবিএ, বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ইন সিএসই, ইংলিশ ও এলএলবি এবং মাস্টার্স কোর্সে এমবিএ, এমএ ইন ইংলিশ, এলএলএম, মাস্টার্স ইন ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস) ও মাস্টার্স অব পাবলিক হেল্থ (এমপিএইচ) এ ভর্তি চলছে।
এডমিশন ফেয়ার উপলক্ষে বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে। ভর্তিতে ৩০ শতাংশ ও টিউশন ফিতে ৩০ শতাংশ থেকে রেজাল্ট অনুযায়ী ১০০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।
এএফ/০১