সাদাপাথর পর্যটন কেন্দ্র খুলেছে আজ

সিলেট মিরর ডেস্ক


জুন ০৭, ২০২৪
০৭:২৩ অপরাহ্ন


আপডেট : জুন ০৮, ২০২৪
০২:১৭ পূর্বাহ্ন



সাদাপাথর পর্যটন কেন্দ্র খুলেছে আজ

-ছবি সংগৃহিত


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্র ৭দিন বন্ধ থাকার পর শুক্রবার থেকে আবারও চালু হচ্ছে। বৃহস্পতিবার উপজেলার পর্যটন উন্নয়ন কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে সভায় শর্ত সাপেক্ষে শুক্রবার ৭জুন থেকে আবারও পর্যটকদের জন্য সাদাপাথর চালু করার সিদ্ধান্ত হয়।

এর আগে বন্যা পরিস্থিতির অবনতির কারণে সাদাপাথর তলিয়ে যাওয়ায় গত ৩০ মে পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়।

সভায় পর্যটক ও মাঝিসহ সংশ্লিষ্ট সকলের জন্য নির্দেশনাসমূহে মেনে চলার জন্য অনুরোধ করা হয়। নির্দেশনাসমূহ হলো:- সকল নৌকাতে লাইফ জ্যাকেট থাকতে হবে এবং লাইফ জ্যাকেট পড়িয়ে নৌকা ঘাট হতে নৌকা ছাড়তে হবে। পর্যটকগণ কিছুতেই পানিতে নামতে পারবেন না বা পানিতে নেমে সাঁতার কাটতে পারবেন না। ভরা বর্ষা মৌসুমে পর্যটকগণ শিশু ও বাচ্চাদের নিয়ে যাতে না আসেন সে বিষয়ে তাদেরকে নিরুৎসাহিত করা হলো। পর্যটকগণ দয়াকরে নৌকায় উঠে হৈ হুল্লুর করবেন না। নৌকায় উঠে সুশৃঙ্খলভাবে বসে থাকবেন। মাঝিগণ সম্মানিত পর্যটকগণের সাথে সর্বদা ভালো আচরণ করবেন। আবহাওয়া পরিস্থিতি অবনতি হলে পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে।

নোটিশে আরো উল্লেখ্য করা হয়, উপর্যুক্ত নির্দেশনাসমূহ না মানার কারণে কোন দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।


এএফ/০৩