কুদরত উল্লাহ মসজিদে ঈদুল আযহার তিন জামাতের সময়সূচি

নিজস্ব প্রতিবেদক


জুন ১৩, ২০২৪
০৬:০৯ অপরাহ্ন


আপডেট : জুন ১৩, ২০২৪
০৬:২৬ অপরাহ্ন



কুদরত উল্লাহ মসজিদে ঈদুল আযহার তিন জামাতের সময়সূচি


সিলেট নগরের বন্দরবাজারস্থ ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার তিনটি জামাত অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (১৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন কুদরত উল্লাহ মসজিদ কমিটির সেক্রেটারি মুকতাবিস উন নূর।

তিনি জানান, আগামী সোমবার (১৭ জুন) পবিত্র ঈদুল আযহার তিনটি জামাত নগরের ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এর মধ্যে সকাল ৭টায় প্রথম জামাত, সকাল ৮টায় দ্বিতীয় জামাত এবং সকাল ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। 

প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন ড. মাওলানা এ এইচ এম সোলায়মান এবং তৃতীয় জামাতে ইমামতি করবেন হাফিজ মাওলানা হোসাইন আহমদ।

যথা সময়ে উপস্থিত হয়ে ঈদুল আযহার পৃথক তিনটি জামাতকে সফল করার জন্য ধর্মপ্রাণ সিলেটবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

এছাড়া নগরের ঐতিহ্যবাহী সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল আযহার জামায়াত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে।

এ তথ্য নিশ্চিত করেছেন আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি অধ্যাপক মাওলানা সৈয়দ মুহাম্মদ একরামুল হক ও ভারপ্রাপ্ত সেক্রেটারি ড. মাওলানা এ এইচ এম সোলায়মান।

ঈদুল আযহার জামাতের পূর্বে আলোচনা পেশ করবেন প্রখ্যাত আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম-আল মাদানী। জামাতে ইমামতি ও খুতবাহ পেশ করবেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী।

ঈদ জামাতে নারীদের অংশগ্রহণের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।



এএফ/০৭