বিশ্বনাথে বাস-লেগুনা সংঘর্ষ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক


জুন ১৩, ২০২৪
০৭:১০ অপরাহ্ন


আপডেট : জুন ১৩, ২০২৪
০৭:১১ অপরাহ্ন



বিশ্বনাথে বাস-লেগুনা সংঘর্ষ, নিহত ২


সিলেটের বিশ্বনাথ উপজেলায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

নিহতরা হলেন- দক্ষিণ সুনামগঞ্জের পাইকাপন এলাকার কৌসর আলম ছেলে শাহিন মিয়া (২৮) এবং একই এলাকার বদরুল আলমের ছেলে শিব্বির আহমেদ (৪২)।

আজ বৃহস্পতিবার (১৩ জুন) সকাল সাতটার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের লামাকাজী এলাকার সিরাজপুর সাহেবনগর পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত লেগুনার চালক নাইমকে (১৮) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী।

তিনি বলেন, দুর্ঘটনার পর রাস্তায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত লেগুনা ও বাস জব্দ করা হয়েছে। ঘটনার পর থেকে বাসের চালক পলাতক রয়েছে।



এএফ/০৯