জৈন্তাপুরে চিনিবাহী ডিআই ট্রাকের ধাক্কায় ঝরল মোটরসাইকেল আরোহীর প্রাণ

জৈন্তাপুর প্রতিনিধি


জুন ১৪, ২০২৪
০৩:০২ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৫, ২০২৪
০৪:৩৫ অপরাহ্ন



জৈন্তাপুরে চিনিবাহী ডিআই ট্রাকের ধাক্কায় ঝরল মোটরসাইকেল আরোহীর প্রাণ


সিলেট-তামাবিল মহাসড়কে চিনি বোঝাই বেপরোয়া গতির ডিআই ট্রাকের ধাক্কায় প্রাণ ঝরল মইনুল হুসেন আয়ানী (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর।

বৃহস্পতিবার (১৪ জুন ) দিবাগত রাত ১টায় সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার ৬ নম্বর চিকনাগুলের উমনপুরের (গ্যাস ফিল্ড ৮ নম্বর কূপ) সম্মুখে ভারতীয় চিনি বহনকারী সিলেট অভিমুখি দ্রুতগামী ডিআই ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয় জনতা এগিয়ে গিয়ে মটর সাইকেল আরোহীকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

এ ঘটনায় দ্রুতগামী আরতীয় চিনি বোঝাই ডিআই ট্রাকটি নিরাপদে পালিয়ে যায়।

নিহত মইনুল সিলেট গ্যাস ফিল্ডে দায়িত্ব পালন শেষে তৃতীয় গেইট থেকে প্রতিদিনের মতো মোটর সাইকেলে করে বাড়ি ফেরার পথে দূর্ঘটনার কবলে পড়েন।

তিনি জৈন্তাপুর উপজেলা উমনপুর গ্রামের বাসিন্দা মৃত ঈসা মেম্বারের ছেলে  মইনুল হুসেন আয়ানী (৪৫) তিনি সিলেট গ্যাস ফিল্ডের একজন কর্মচারী ছিলেন।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম (পিপিএম) দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।


আরকেএস-০১/এএফ-০৩