জৈন্তাপুরে নিজ ফিশারিতে ভাসছিল ব্যবসায়ীর লা শ

জৈন্তাপুর প্রতিনিধি


জুন ১৪, ২০২৪
০৫:২৬ অপরাহ্ন


আপডেট : জুন ১৫, ২০২৪
০৭:২৮ অপরাহ্ন



জৈন্তাপুরে নিজ ফিশারিতে ভাসছিল ব্যবসায়ীর লা শ


সিলেটের জৈন্তাপুর উপজেলায় ফিশারি থেকে ফাহাদ আহমেদ (৩৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ শুক্রবার (১৪ জুন) বিকাল চারটার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরের কাটাগাং নামক স্থানে হাইওয়ে থানার কাছে ফেশারি থেকে এ লাশ উদ্ধার করা হয়। 

ফাহাদ উপজেলার দরবস্ত ইউনিয়নের কুড়গ্রামের বাসিন্দা জামাল উদ্দীনের ছেলে।  এলাকার ফিশারি লিজ নিয়ে তিনি মাছ চাষ করতেন।

ফিসারিতে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সিলেটের জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে। কিভাবে মৃত্যু হয়েছে তা নিশ্চিত নয়। ধারনা করা হচ্ছে বিদ্যুতষ্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হতে পারে। অধিকতর তদন্তের জন্য লাশ সিলেট সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 



আরকেএস-০২/এএফ-০৫