বৃষ্টিপাতের মধ্যে শাহী ঈদগাহে ঈদের জামাত, অংশ নিলেন সিসিক মেয়র

সিলেট মিরর ডেস্ক


জুন ১৭, ২০২৪
০৫:৪৬ অপরাহ্ন


আপডেট : জুন ১৭, ২০২৪
০৫:৪৬ অপরাহ্ন



বৃষ্টিপাতের মধ্যে শাহী ঈদগাহে ঈদের জামাত, অংশ নিলেন সিসিক মেয়র


রাত থেকে চলা টানা বর্ষণের রেশ তখনও চলছিল। কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করে সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে জড়ো হন হাজার হাজার মানুষ। তাদের সঙ্গে বৃষ্টি মাথায় নিয়ে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

আজ সোমবার (১৭জুন) সকাল ৮টায় সিলেট নগরের শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেন তিনি। প্রতিকূল আবহাওয়ার কারণে জামাতে মুসল্লীদের উপস্থিতি ছিল অন্যান্য বছরের ঈদ জামাতের তুলনায় কম। 

দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাসহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের জন্য এই জামাতে মুসল্লীরা দোয়া করেন। এরপর সিলেট সিটি করপোরেশনের মেয়র সকলের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

জামাতে ইমামতি ও দোয়া পরিচালনা করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি আবু হোরায়রা নোমান।

এদিকে, ঈদের জামাত শেষ করে নগর ভবনে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখায় কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে সকালের নাস্তা করেন এবং কুরবনীর বর্জ্য অপসারণ কাজের সূচনা করেন তিনি।


এএফ/০২