রাতারগুলসহ গোয়াইনঘাটের সকল পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক


জুন ১৮, ২০২৪
০৩:৫৫ অপরাহ্ন


আপডেট : জুন ১৮, ২০২৪
০৭:৪৪ অপরাহ্ন



রাতারগুলসহ গোয়াইনঘাটের সকল পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা


গোয়াইনঘাটের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় উপজেলার অন্তভূক্ত দেশের বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। এর মধ্যে জাফলং, রাতারগুল, বিছনাকান্দি, পান্থুমাই পর্যটন স্পট অন্যতম।

আজ মঙ্গলবার (১৮ জুন) পর্যটন কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম। 


তিনি সিলেট মিরর-কে বলেন, ‘সিলেটের গোয়াইনঘাটে আকস্মিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটায়, জনস্বার্থে এবং জননিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের গোয়াইঘাটে যেসব পর্যটন কেন্দ্র রয়েছে সেগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো।’

গত পাঁচ দিন ধরে টানা ভারি বৃষ্টিপাত ও সীমান্তবর্তী ভারতের চেরাপুঞ্জি থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি ঘটছিল। গতকাল সোমবার রাত থেকে বন্যা পরিস্থিতির উদ্ভব হয়। পিয়াইন, সারি-গোয়াইন নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় এবং উপজেলাধীন পর্যটন স্পটসমূহ বন্যায় প্লাবিত হয়েছে।


এএফ/০২