সিলেটের বন্যা, শাবিপ্রবির ক্লাস হবে অনলাইনে

শাবিপ্রবি প্রতিনিধি


জুন ২০, ২০২৪
০১:৫৬ অপরাহ্ন


আপডেট : জুন ২১, ২০২৪
০৫:৫১ অপরাহ্ন



সিলেটের বন্যা, শাবিপ্রবির ক্লাস হবে অনলাইনে


সিলেটের বন্যা পরিস্থিতি বিবেচনা করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্লাসসমূহ অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (২০ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, সিলেটের বন্যা পরিস্থিতি বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিভাগের পরীক্ষাগুলো পুনঃনির্ধারণ করতে ক্লাস রিপ্রেজেনটেটিভদের (সিআর) সাথে আলোচনা করে বিভাগ সিদ্ধান্ত নিবে। এছাড়া আগামী ২৩ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম যথারীতিতে শুরু হবে।


এইচএন-০১/ এএফ-০৩