সিলেটে বন্যার পানিতে গোসলে নেমে প্রাণ গেল স্কুলছাত্রের

নিজস্ব প্রতিবেদক


জুন ২১, ২০২৪
০৫:৫০ অপরাহ্ন


আপডেট : জুন ২১, ২০২৪
০৫:৫০ অপরাহ্ন



সিলেটে বন্যার পানিতে গোসলে নেমে প্রাণ গেল স্কুলছাত্রের


সিলেট নগরের মুক্তিরচক এলাকায় বন্যার পানিতে গোসল করতে নেমে অভি (১৭) নামের এক স্কুলছাত্র মারা গেছে।

আজ শুক্রবার (২১ জুন) দুপুর একটার দিকে গরের শাহপরান থানার ৩১ নম্বর ওয়ার্ডের মুক্তিরচক কেন্দ্রীয় জামে মসজিদের পাশের একটি খালে এ ঘটনা ঘটে।

নিহত অভি স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র বলে জানা যায়। তার বাবা একজন সরকারি চাকরিজীবী।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজমুল হোসেন।

 তিনি জানান, দুপুর একটার দিকে নগরের ৩১ নম্বর ওয়ার্ডের মুক্তিরচক কেন্দ্রীয় জামে মসজিদের পাশের একটি খালে গোসল করতে নেমে ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে।

সিলেট তালতলা ফায়ার সার্ভিসের লিডার শহিদুন ইসলাম জানান, পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হয় স্কুলছাত্র। ফায়ার সার্ভিসের টিম স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে।


এএফ/০৩