সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতির গতি মন্থর

নিজস্ব প্রতিবেদক


জুন ২৪, ২০২৪
০৬:০৩ অপরাহ্ন


আপডেট : জুন ২৫, ২০২৪
০৮:১৬ অপরাহ্ন



সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতির গতি মন্থর

সিলেটের কোম্পানীগঞ্জ এলাকার বন্যাকবলিত গ্রাম। গতকাল দুপুরের চিত্র। ছবি-কবির আহমদ


বৃষ্টি কমে এলেও, সূর্যের তাপ বাড়লেও সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতির গতি মন্থর। নগর এলাকায় তুলনামূলক দ্রুত পরিস্থিতির উন্নতি হলেও উপজেলাগুলোতে বন্যা পরিস্থিতির উন্নয়নে তীরগতি মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে। সিলেটে নদ-নদীর পানিও কমছে ধীরগতিতে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য বিশ্লেষণে এমনটা দেখা গেছে। তবে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি ধীরেও হলেও অব্যাহত আছে। 

আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয় জানিয়েছে, সিলেট গতকাল রবিবার ভোর ছয়টা থেকে সারাদিনে ৫১ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর আগে রবিবার ভোর ছয়টা থেকে পূর্ববর্তি ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয় মাত্র ৪ দশমিক ১ মিলিমিটার।

পানি উন্নয়ন বোর্ড সিলেটের তথ্য অনুযায়ী, আজ সোমবার বিকাল তিনটায় সিলেটের কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। আগেরদিন রবিবার একই সময়ে নদীর পানি ছিল বিপৎসীমার ২৩ সেন্টিমিটার উপরে। অর্থাৎ ২৪ ঘন্টায় কমেছে ৪ সেন্টিমিটার। 

এদিকে কুশিয়ারা নদীর পানি আজ বেলা তিনটার রিপোর্ট অনুযায়ী জকিগঞ্জের অমলসিদে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার উপর দিয়ে, ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৯৯ সেন্টিমিটার এবং শেরপুর পয়েন্টে বিপৎসীমার ৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগেরদিন রবিবার একই সময়ে এসব নদীর পানি যথাক্রমে বিপৎসীমার ৩৭, ৯৮ ও ৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। অর্থাৎ কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘন্টায় অমলসিদে ৩ সেন্টিমিটার ও ফেঞ্চুগঞ্জে ১ সেন্টিমিটার বেড়েছে। আবার শেরপুর পয়েন্টে একসঙ্গে বেড়েছে ৩২ সেন্টিমিটার পানি। যদিও বাকি ৭ পয়েন্টেই নদীর পানির কমতি অব্যাহত রয়েছে।

নদীর পানি কমায় এবং বৃষ্টি না হওয়ায় নগর এলাকায় দ্রুত হলেও উপজেলাগুলোতে ধীর গতিতে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। জেলা প্রশাসনের তথ্যমতে, ‘সিলেট সিটি করপোরেশনের আক্রান্ত ২৩ ওয়ার্ডের মধ্যে এখন তিনটি ওয়ার্ড বন্যাকবলিত রয়েছে। বাকি ওয়ার্ডগুলো পুরোপুরি বন্যামুক্ত হয়েছে। তবে আক্রান্ত উপজেলাগুলো ১০৭টি ইউনিয়নের ১ হাজার ৩৬৭টি গ্রাম এখনো বন্যাকবলিত রয়েছে। এসব এলকায় পানি কমা অব্যাহত থাকলেও তা খুব ধীর গতিতে। তবে আশ্রয় কেন্দ্রগুলোতে প্রতিদিন কমছে বন্যার্তের সংখ্যা। গতকাল দুপুরের হিসেব অনুযায়ী উপজেলাগুলোর আশ্রয় কেন্দ্রে এখন অবস্থান করছেন ১৩ হাজার ১৫৪ জন বন্যাক্রান্ত মানুষ। 



এএফ/০৪