‘ছাত্রলীগ, তোমাদের নিয়ে অনেক কথা শুনি। কিন্তু কিছু বলার সাহস আমাদের নেই!’

নিজস্ব প্রতিবেদক


জুন ২৫, ২০২৪
০৭:৫৮ অপরাহ্ন


আপডেট : জুন ২৫, ২০২৪
০৭:৫৮ অপরাহ্ন



‘ছাত্রলীগ, তোমাদের নিয়ে অনেক কথা শুনি। কিন্তু কিছু বলার সাহস আমাদের নেই!’


সিলেট ছাত্রলীগের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে মুখ খুললেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। তিনি ছাত্রলীগের কঠোর সমালোচনা করে বলেছেন, ‘ছাত্রলীগ, তোমাদের নিয়ে অনেক কথা শুনি। কিন্তু তোমাদের বলার সাহস আমাদের নেই! ইজ্জত থাকবে না আমাদের।’ 

গতকাল সোমবার (২৪ জুন) রাতে সার্কিট হাউসে আওয়ামী লীগের এক মতবিনিময় সভায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য, বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের উপস্থিতিতে তিনি এসব কথা বলেন। তাঁর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে আলোচিত হচ্ছে।

মতবিনিময় সভার নানক ছাড়াও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিলেটের সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ ডন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্নস্থরের নেতা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় দেওয়া বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ সিলেট ছাত্রলীগের নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলেন, ‘ছাত্রলীগ তোমাদের বিষয়ে অনেক কথা শুনি। তোমাদের কিছু বলার সাহস আমাদের নেই, ইজ্জত থাকবে না আমাদের। অনেক কথা সিলেট শহরে শুনি। সিলেট শহরে হাটতে পারি না।’ 

তিনি আরও বলেন, ‘ছাত্রলীগ আমাদের ছোট ভাই। আমরাও ছাত্রলীগ করেছি। ছাত্রলীগ করে আওয়ামী লীগের আমার রাজনীতির বয়স ৫৫ বছর হয়ে গেছে। আমরা তো কোনো বদনাম নিয়ে চলিনি। ছাত্রলীগ করেই তো আওয়ামী লীগের এই পর্যায়ে এসেছি।’

ছাত্রলীগকে উপযুক্ত হওয়ার পরামর্শ দিয়ে এসময় তিনি বলেন, ‘আমি আশা করি আমাদের নেতা জাহাঙ্গীর কবির নানক যেভাবে বুঝিয়ে বলেছেন, তাতে কাজ হবে। আমাদের সময় শেষ। আমরা এখন তোমাদের হাতে দায়িত্ব সমঝিয়ে দিতে চাই। তাই তোমাদের উপযুক্ত হতে হবে। নেতৃত্বের গুণাবলী থাকতে হবে।’


এএফ/০৪