জৈন্তাপুর প্রতিনিধি
জুন ২৬, ২০২৪
১০:২২ অপরাহ্ন
আপডেট : জুন ২৭, ২০২৪
০৬:০৪ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলায় ফের ভারত থেকে অবৈধপথে আনা ভারতীয় চিনির চালান জব্দ করেছে পুলিশ। এবারও নৌকায় করে আনা ১১১ বস্তা বুঙ্গার চিনি জব্দ করা হয়।
আজ বুধবার (২৬ জুন) ভোর পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর ইউনিয়নের বাউরবাগ স্কুলের সামনে সবড়ু নদী এলাকায় অভিযান চালিয়ে দুটি নৌকা থেকে ১১১ বস্তা চিনি জব্দ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাচালান চক্রের সদস্যরা পালিয়ে যায়।
আরও পড়ুন: জৈন্তাপুরে আটকা পড়ল ৪২ বস্তা ভারতীয় বুঙ্গার চিনি |
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম বলেন, ‘চোরাচালান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১১১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করি। পলাতক আসামীদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরকেএস-০১/এএফ-০১