জকিগঞ্জ সংবাদদাতা
জুন ২৮, ২০২৪
১০:০৮ অপরাহ্ন
আপডেট : জুন ২৯, ২০২৪
০৭:৩৭ অপরাহ্ন
সিলেটের জকিগঞ্জ উপজেলায় জকিগঞ্জ-সিলেট সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে শাহরিয়ার আহমদ স্বপন (২৯) নিহত হয়েছেন। তিনি বাংলাদেশের মোবাইল জার্নালিজমের অগ্রগণ্য সাংবাদিক সাব্বির আহমদের ছোট ভাই।
শাহরিয়ার জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ভরন গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
আজ শুক্রবার (২৮ জুন) বিকেল পাঁচটার দিকে কানাইঘাট উপজেলার সড়কের বাজারের পূর্বে রামপুর যাত্রী ছাউনির সম্মুখে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৫টার দিকে একটি মোটরসাইকেলে করে শাহরিয়ার আহমদ স্বপন জকিগঞ্জ থেকে সিলেট যাচ্ছিলেন। তিনি রামপুর যাত্রী ছাউনি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্বপন মারা যান।
বিষয়টি সিলেট মিরর-কে নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
এএএম-০১/এএফ-০৪