শ্রীমঙ্গল প্রতিনিধি
জুলাই ০২, ২০২৪
০৪:২৯ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০২, ২০২৪
০৫:৪৭ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাক চাপায় সাদিয়া (৮) নামের এক শিশু ও তার খালা পেয়ার বেগম (৪৫) নিহত হয়েছেন৷
সোমবার (১ জুলাই) রাত সাড়ে সাতটার দিকে ভূনবীর ইউনিয়নের পাত্রীকুল এলাকায় এই ঘটনাটি ঘটে ৷
নিহতদের বাড়ি ভূনবীর ইউনিয়নের আলীশারকুল গ্রামে৷
স্থানীয় সূত্রে জানা যায়, সাদিয়া ও তার খালা সড়ক পার হওয়ার সময় প্রথমে একটি বালুভর্তি ট্রাক তাদেরকে ধাক্কা দেয়৷ পরবর্তীতে আরেকটি বালুভর্তি ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলে পেয়ারা বেগম ও হাসপাতালে নেওয়ার পথে সাদিয়া মারা যায়৷
অন্য সংবাদ পড়ুন- ধোপাগুলে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত |
এদিকে এ ঘটনার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী ভূনবীর-শমসেরগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন৷ অবৈধ বালুর গাড়ী সড়কে চলাচল বন্ধ করার দাবি জানান তারা৷
শ্রীমঙ্গল পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা লাশ উদ্বার করেছি। ট্রাক জব্দ করা হয়েছে৷
জিকে-০১/এএফ-০১