বোয়ালজুর ইউনিয়নে উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রফিক আহমদের মতবিনিময়

বালাগঞ্জ প্রতিনিধি


জুলাই ১৩, ২০২৪
০৩:১৪ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১৩, ২০২৪
০৩:১৪ পূর্বাহ্ন



বোয়ালজুর ইউনিয়নে উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রফিক আহমদের মতবিনিময়


বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হাজী রফিক আহমদ বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।  

আজ শুক্রবার (১২ জুলাই) প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। 

এসম হাজী রফিক আহমদ বলেন, ‘দলমত নির্বিশেষে সর্বস্তরের জনতার অনুরোধে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আমি কোন নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রার্থী নই, আমি সাধারণ জনতার প্রার্থী। কৃষি ও মৎসনির্ভর ৫ হাজার ২শত ৭২ একর আয়তনের এই ইউনিয়নে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সম্প্রীতির বন্ধন চির অটুট। শিক্ষা প্রতিষ্ঠান, নদী-খাল ও হাওর-বাওরে সমৃদ্ধ এই এলাকা। এই ইউনিয়নের অসমাপ্ত উন্নয়নকে সমাপ্ত করে অত্যাধুনিক ইউনিয়ন বিনির্মাণ এবং স্বনির্ভর ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ার স্বপ্ন নিয়ে আমি মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রার্থী হয়েছি।

তিনি আরো বলেন, আমার কিশোর বয়স থেকে একজন ফুটবলার হওয়ার সুবাদে ইউনিয়নের পথে- প্রান্তরে ঘুরে বেড়িয়েছি। ২০০৪ সালে ভয়াবহ বন্যার সময় ইউনিয়নের প্রতিটি গ্রামের ঘরে-ঘুরে গিয়েছি, সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করেছি। ইউনিয়নবাসীর সামাজিক সমস্যা থেকে শুরু করে সব সময় সুখে-দুঃখে পাশে আছি। ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লা, মাটি ও মানুষের সাথে আমার নিবিড় সম্পর্ক যুগ যুগান্তরের। সন্তান যেমন মাকে ছাড়া থাকতে পারে না, ঠিক তেমনি আমিও এই এই ইউনিয়নের মানুষের সাথে মিশে থাকতে চাই। তিনি বলেন, জীবনের শেষ বয়সে এসে আমার চাওয়া পাওয়ার কিছু নেই, আমি এই ইউনিয়নের সাধারণ মানুষের একজন সেবক হয়ে কাজ করতে এসেছি। এই ইউনিয়নের মানুষ আমাকে পরম মমতায় আগলে রেখেছেন, আগামীতেও তা অব্যাহত থাকবে বলে আমি দৃড়ভাবে বিশ্বাস করি ।

সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তার ইতিবাচক দিকগুলো তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, চলতি বন্যায় কারণে ইউনিয়নের ৯টি গ্রাম একদম পানিবন্দি। এসব গ্রামে এখন পর্যন্ত যাওয়ার কোন সুযোগই নেই। তার পরও আমার পক্ষ থেকে সকল ভোটারদের কাছে চেষ্টা করবো।

এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শাহাব উদ্দিন শাহীন, রজত দাস ভুলন, সাধারণ সম্পাদক আবুল হোসেন ইমন, সহ-সভাপতি মো. আব্দুস শহিদ, শাহ মো. হেলাল, সহ-সাধারণ সম্পাদক রাজিব আহমদ রাজিন, কোষাধ্যক্ষ জাকির হোসেন, প্রচার-প্রকাশনা সম্পাদক তারেক আহমদ, সদস্য আবুল কাশেম অফিক ও ম.আ মুকিত প্রমুখ। 

প্রসঙ্গত, বোয়ালজুর ইউনিয়নের চেয়ারম্যান আনহার মিয়া পদত্যাগ করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় চেয়ারম্যানের পদটি শূন্য হয়। ২৭ জুলাই এই ইউনিয়নে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৬জন প্রার্থী মনোনয়ন দাখিল করলেও পরবর্তী সময়ে দুইজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। হাজী রফিক আহমদসহ চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।


এএফ/০৫