সিলেটে শুক্রবারও ১২ ঘন্টা কারফিউ

নিজস্ব প্রতিবেদক


জুলাই ২৫, ২০২৪
১০:৩৮ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৭, ২০২৪
০২:১০ পূর্বাহ্ন



সিলেটে শুক্রবারও ১২ ঘন্টা কারফিউ


দেশব্যাপী চলমান কারফিউ পরিস্থিতিতে সিলেটে বৃহস্পতিবারের মতো শুক্রবারেও (২৬ জুলাই) ১২ ঘন্টা কারফিউ বলবদ থাকবে। তবে সময়ে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) সিলেটে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল রাখার সিদ্ধান্ত হয়েছে।

বিষয়টি সিলেট মিরর-কে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

এদিকে দেশের সিলেটের পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হতে শুরু করেছে। চলমান কারফিউ আরও শিথিল করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে দেখা গেছে সিলেট নগরে যানবাহন চলাচল ও সাধারণ মানুষের উপস্থিতি বেড়েছে। সরকারি-বেসরকারি অফিস খুলেছে।

গত সপ্তাহে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে সঙ্গে সিলেটেও ব্যাপাক বিক্ষোভ ও সংঘর্ষ হয়। বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এসব ঘটনায় সিলেটে এ পর্যন্ত ১০টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার এজাহারে প্রায় আড়াই’শ জনের উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ১৬ হাজারের বেশিকে।  


এএফ/০৫