সিলেটে রবিবার কারফিউ শিথিলের সময়সীমা বাড়ল

নিজস্ব প্রতিবেদক


জুলাই ২৮, ২০২৪
০৩:৩৯ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৮, ২০২৪
০৩:৫৬ পূর্বাহ্ন



সিলেটে রবিবার কারফিউ শিথিলের সময়সীমা বাড়ল


দেশ জুড়ে চলমান করফিউ পরিস্থিতিতে সিলেটেও কারফিউ চলছে। আগামীকাল রবিবারও (২৮ জুলাই) কারফিউ চলমান থাকবে। তবে গত তিন দিনের তুলনায় রবিবার বেশি সময় কারফিউ শিথিল থাকবে। 

আজ শনিবার (২৭ জুলাই) রাতে  সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রবিবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল করেছে জেলা প্রশাসন। 

এদিকে দেশের সিলেটের পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হতে শুরু করেছে। চলমান কারফিউ আরও শিথিল করা হয়েছে।

গত সপ্তাহে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে সঙ্গে সিলেটেও ব্যাপাক বিক্ষোভ ও সংঘর্ষ হয়। বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এসব ঘটনায় সিলেটে এ পর্যন্ত ১০টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার এজাহারে প্রায় আড়াই’শ জনের উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ১৬ হাজারের বেশি। 

এর আগে শুক্রবার (১৯ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে সারা দেশের মতো সিলেটেও সেনা মোতায়েন ও কারফিউ জারি করা হয়। প্রথম দফায় ২০ জুলাই দুপুর ১২টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। পরে থেকে ২ ঘণ্টা বিরতি দিয়ে দুপুর ২টা থেকে দ্বিতীয় দফায় কারফিউ জারি করা হয়।

তারপর থেকে প্রতিদিন ৮ ঘণ্টা করে  সিলেটে শিথিল করা হয় কারফিউ। 


এএফ/০৬