চৈতন্যের প্রকাশক রাজীব চৌধুরীর বাবার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক


জুলাই ৩১, ২০২৪
০১:১৪ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ৩১, ২০২৪
০১:১৪ পূর্বাহ্ন



চৈতন্যের প্রকাশক রাজীব চৌধুরীর বাবার ইন্তেকাল
আজ বাদ জোহর দরগা প্রাঙ্গণে জানাজা


চৈতন্য প্রকাশনীর প্রকাশক ও কবি রাজীব চৌধুরীর বাবা ফজলুল হক চৌধুরী (আবু মিয়া) ইন্তেকাল করেছেন। গতকাল মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থবোধ করলে নগরের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হলে সেখানে রাত সাড়ে ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সমাজসেবী ফজলুল হক চৌধুরীর জন্ম সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বেতাউকা চৌধুরী বাড়িতে। তাঁর বাবা মোহাম্মমদ চৌধুরী। বীর মুক্তিযুদ্ধো শফিকুল হক চৌধুরী বাচ্চু মিয়া তাঁর চাচাতো ভাই।

স্বনামধন্য প্রকাশনা সংস্থা চৈতন্য প্রকাশনের স্বত্ত্বাধিকারী রাজীব চৌধুরীর বাবা ফজলুল হক বহু সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত সুনামগঞ্জ বাস মালিক সমিতির প্রতিষ্ঠাতা সহসভাপতি ছিলেন তিনি। 

আজ বুধবার বাদ জোহর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে জানাজা শেষে দরগা মাজারে তাকে দাফন করা হবে।