পিয়াইন নদী থেকে ৬২ মেশিন ও ৬১ নৌকা জব্দ

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ০১, ২০২৪
০৬:২৮ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০২, ২০২৪
০৮:২০ অপরাহ্ন



পিয়াইন নদী থেকে ৬২ মেশিন ও ৬১ নৌকা জব্দ


সিলেটের গোয়াইনঘাট উপজেলার পিয়াইন নদী থেকে টাস্কফোর্সের যৌথ অভিযানে ৬২ টি মেশিন ও ৬১টি নৌকা জব্দ করা হয়েছে। এসময় গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে। 

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মিন্নত আলী (২৮), আব্দুল মুতালিব (২৫) ও সুকেশ বিশ্বাস (৪২)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই (সোমবার) দুপুরে পিয়াইন নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে পাথর ও বালুমাটি উত্তোলনকালে ৬২টি মেশিন ও ৬১টি নৌকা জব্দ করা হয়। এরমধ্যে ২০টি ইঞ্জিনচালিত ড্রেজার মেশিন, ২০টি কাঠের তৈরী নৌকা, ২০টি প্লাষ্টিকের পাইপ রয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।’



এএফ/০৩