সিলেটে শুক্রবার কারফিউ ১৬ ঘন্টা শিথিল

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ০১, ২০২৪
০৭:০৮ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০২, ২০২৪
০৪:০৪ অপরাহ্ন



সিলেটে শুক্রবার কারফিউ ১৬ ঘন্টা শিথিল


কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশ জুড়ে চলমান করফিউ সিলেটেও চলছে। পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে কারফিউ শিথিলের সময়ও বাড়ছে। আগামীকাল শুক্রবারও ১৬ ঘন্টা কারফিউ শিথিল রাখার সিদ্ধান্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ অগাস্ট) বিকেলে সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সিলেট মহানগর এলাকায় কারফিউ শিথিল থাকবে।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে সঙ্গে সিলেটেও ব্যাপাক বিক্ষোভ ও সংঘর্ষ হয়। বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এসব ঘটনায় সিলেটে এ পর্যন্ত ১১টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার এজাহারে প্রায় আড়াই’শ জনের উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ১৬ হাজারের বেশি। 

এর আগে ১৯ জুলাই দিবাগত রাত ১২টা থেকে সারা দেশের মতো সিলেটেও সেনা মোতায়েন ও কারফিউ জারি করা হয়। তারপর থেকে প্রতিদিন সিলেটে নির্দিষ্ট সময় শিথিল রেখে কারফিউ চলছে




এএফ/০৫